"দিন বদলের বইছে হাওয়া, শিক্ষা মোদের প্রথম চাওয়া" এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুরের স্থানীয় সামাজিক ও সেবামূলক সংগঠন গহরপুর ছাত্র কল্যান পরিষদের উদ্যোগে স্থানীয় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসায় আজ (৯ই ফেব্রুয়ারী ২০২৫) ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২শতাধিক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক (প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা) শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী উপহার বিতরনী অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফিজিক্যাল সায়েন্সের পরিসংখ্যান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও প্রাক্তন ডীন জনাব প্রফেসর ড. আহমদ কবির, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শিক্ষা অফিসার জনাব আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ।

আরোও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন ডিগ্রী কলেজ প্রাক্তন প্রভাষক এস.এম মাহবুব আহমদ, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, আল-ফালাহ একাডেমির সাবেক প্রিন্সিপাল মিজানুর রহমান, বারডেম হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক ডা. জাফরান আহমদ, আল-ফালাহ একাডেমির বর্তমান প্রিন্সিপাল মাওলানা নুর উদ্দীন, মোল্লাপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়েক মিয়া, রুগনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, যুক্তরাজ্য প্রবাসী শেখ নুরে আজম, সাউথ আফ্রিকা প্রবাসী তাজুল ইসলাম।
 |
অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের একাংশ |
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও অভিভাবকসহ বিপুল সংখ্যক কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয় উক্ত অনুষ্ঠানটি। প্রধান অতিথি ও প্রধান আলোচকসহ আমন্ত্রিত বক্তারা জুলাই-আগস্টের গনঅভ্যুত্থানে আহত-নিহত সকল শিক্ষার্থীদের গভীরভাবে স্বরণ করেন। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার জন্য বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন। আধুনিক বিশ্বায়নের যুগে মেধা ও মননের সমন্বয়ে সুনাগরিক হতে কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্য গুরুত্বারোপ করেন।

 |
উপহার সামগ্রী বিতরণ করছেন অতিথিরা |
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফায়েজুস সালেহীন রিফাত। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব আব্দুল মুহাইমিন। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাসুদুল হাসান নাঈম, অর্থ সম্পাদক রিপন আহমদ, দপ্তর সম্পাদক মওদুদ আহমদ, পাঠাগার সম্পাদক তুহেল আহসান সহ সংগঠনের নিবেদিত সদস্যদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উল্লেখ্য "সেবামূলক কাজের প্রত্যয়ে, পাশে আছি নির্ভয়ে" - এ স্লোগান হৃদয়ে ধারণ করে ২০২০ সালের ১৯শে জুলাই, সামাজিক, অরাজনৈতিক, অলাভজনক, সেবামূলক ও স্বেচ্ছাসেবী এ সংগঠনের আত্মপ্রকাশ হয়।