হিন্দুরা সন্ন্যাসী, মুসলমানরা সন্ত্রাসী বলায় তাসলিমা নাসরিনকে ধুয়ে দিলেন খোদ কলকাতার সাংবাদিক

ছোট্ট পৃথিবীতে কিছু মানুষ এমনও আছেন, যারা কেবল বিতর্কিত কথা বলা বা দু-চার লাইন বিতর্কিত লেখার মধ্যে দিয়েই নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখেন। তারা আসলে ভেসে থাকতে চান নদীতে, সমুদ্রে জীবজন্তুর মৃতদেহ যেমন ভেসে থাকে, কাছে এলেই তাদের দুর্গন্ধ টের পাওয়া যায়; খানিকটা তেমন আরকি!

হিন্দুরা সন্ন্যাসী, মুসলমানরা সন্ত্রাসী বলায় তাসলিমা নাসরিনকে ধুয়ে দিলেন খোদ কলকাতার সাংবাদিক 

এই গোত্রের কয়েকজন হলেন রমেশ বিধুরী, রিতাম ভারা, পুনাম পান্ডে, মদন মিত্র বা তাসলিমা নাসরিন। নিয়ম করে কিছু একটা বলেন, তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া আসতে থাকে।জানা যায় তিনি বেঁচে আছেন। 

আচ্ছা শেষ কবে তাসলিমা নাসরিনের কোন উপন্যাস আপনি পড়েছেন? তার লেখা কোন কবিতাটা আপনার ভালো লেগেছে? স্বরণেও আনতে পারবেন না। কিন্তু তাকে ভূলেও তো যাননি। কারণ ওই যে ভেসে থাকার কায়দাটা তিনি রপ্ত করেছেন। ডলার-ইউরো রোজগারের টাকা খরচ করে বাঁচার আনন্দই আলাদা। সম্ভবত সেই আনন্দেই তিনি বাঁচেন আর মাঝেমধ্যে দু-চার কথা লিখে, আমি তো আছি বলে জানান দেন। 

তো সেই তিনি সেদিন লিখলেন যে, হিন্দুদের মাথায় ধর্ম ঢুকলে সে সন্ন্যাসী হয় আর মুসলমানদের মাথায় ঢুকলে সে সন্ত্রাসী হয়। কি দেখে লিখলেন, কোন তথ্য আছে আপনার কাছে? বিশ্বের সমস্ত ধার্মিক হিন্দু সন্ন্যাসী, বিশ্বের প্রত্যেক ধার্মিক মুসলমান সন্ত্রাসী? এরকম এক সিদ্ধান্তে আসার আগে কোন কোন তথ্য জেনেছেন? যে হিন্দু সন্ত্রাসী অনায়াসে গৌরি লঙ্কেশকে খুন করেছিল সে সন্ন্যাসী ছিল? একজন লেখিকা, সাংবাদিক, সমাজকর্মীকে একা পিছন থেকে গুলি করে মেরেছিল এক সন্ন্যাসী? নাকি তাসলিমা নাসরিন গৌরি লঙ্কেশের নামই শোনেননি? 

কোন হিন্দু সন্ত্রাসীর দল সেই খুনিদের আজও শাস্তি না দিয়ে অনায়াসে ঘুরে ফিরে বেড়ানোর অধিকার দিয়েছে? কেন হিন্দু সন্ত্রাসীর রথযাত্রার পথে শতিনেক মানুষকে খুন করা হয়েছিল? হাজার হাজার ঘরবাড়িও জ্বালানো হয়েছিল। কোন হিন্দু সন্ন্যাসীর দল দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করে এক ঐতিহাসিক সৌধকে কয়েক ঘন্টার মধ্যে ভেঙ্গে চুরমার করেছিল? এই সমস্ত লোকজন ভারতের হিন্দু সন্ত্রাসী নয়, তাহলে সন্ত্রাস কাকে বলে তাসলিমা? 

তানসেন থেকে বড় গোলাম আলী খাঁ সাহেব পাঁচ ওয়াক্তের নামাজ পড়তেন, সবকটা রোজা রাখতেন, ধর্ম নিয়ে আলোচনা করতেন। এরা সন্ত্রাসী ছিলেন? শের শাহ, সুরী যুদ্ধ বন্ধ রেখে নামাজ আদায় করতেন। সন্ত্রাসী ছিলেন? উলুক বেগ তার শাসনকালে ৪০টার বেশি মাদ্রাসা বানিয়েছিলেন। যার প্রতিটির সঙ্গে ছিল মসজিদ-ইবাদতখানা। পৃথিবীর প্রথম ম্যাপ তৈরি করেছিলেন সেই উলুক বেগ। বিশাল সূর্যঘড়ি তৈরি করেছিলেন উলুক বেগ। তিনি সন্ত্রাসী ছিলেন? গালিব না টুপি ছেড়েছিলেন, না নূর? সমস্ত সুন্দরের মধ্যেই তিনি আল্লাহকে দেখতেন। তিনিও সন্ত্রাসী? 

সন্ত্রাস, দাঙ্গা, সাম্প্রদায়িকতা আসলে ধর্মের বিষয় নয়। এগুলো ধর্মকে ব্যবহার করে ক্ষমতা দখলের অস্ত্র। আমরা জানি, তাসলিমা নাসরিনও জানেন। কিন্তু এখন দেশের হিন্দুত্ববাদীরা ক্ষমতায়, তাদের খুশি করে তিনি তার ভিসার মেয়াদকে চিরস্থায়ী করতে চান। কোনক্রমে একটা নাগরিকত্ব চান। তো সেটাই ভিক্ষা করুন। সেটার জন্য এই মিথ্যাচারের প্রয়োজন কি? এবার এই বিতর্কিত কথা কেবল ভেসে থাকার জন্যই তিনি বলেছেন এমন নয়? উনি এই কথাগুলো বলেছেন অমিত শাহ বা মোদীজিকে খুশি করতে। এদেশে আশ্রয় পাওয়ার জন্য তেল দিচ্ছেন তিনি। একবার স্থায়ী সমাধান পেয়ে গেলে আবার অন্য সুর ধরবেন না এমন গ্যারান্টিও নেই এবং সেটা দেশের স্বরাষ্ট্র দপ্তরও জানে। কাজেই ওকে আপাতত ঝুলিয়ে রেখে দেবে ভারত সরকার।

(ইষৎ সংক্ষেপিত)

ছবি ও তথ্যসূত্র: 

১. কোলাজ: বা থেকে তাসলিমা নাসরিন ও কলকাতা টিভির অদিতি রায়।

২. মূল ভিডিয়ো: https://youtu.be/UOaCTjibeTY?si=ikj-oMzI-LEpUdE0


Next Post Previous Post
📢 আপনার ব্র্যান্ড/প্রতিষ্ঠানের কথা জানুক হাজারো অনলাইন পাঠক আজই বিজ্ঞাপন দিন 🛍️