পুলিশের পুরোনো লোগো পরিবর্তনের নির্দেশ, বাদ পরছে পাল তোলা নৌকা

বাংলাদেশ পুলিশের বর্তমান পুরোনো লোগোতে থাকা পাল তোলা নৌকা বাদ দিয়ে লোগো পরিবর্তন করে নতুন লোগো করা হচ্ছে।

পুলিশের পুরোনো লোগো পরিবর্তন করা হচ্ছে, বাদ পরছে পাল তোলা নৌকা

বৃহস্পতিবার (১০ই এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি-লজিস্টিকস) নাছিমা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

শিগগির নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়। নতুন লোগোটিতে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ যুক্ত ছবি থাকবে। আর পুলিশ লেখা থাকবে পাট পাতার টবে।

লোগো পরিবর্তনের চিঠিতে জেলা বা ইউনিটের ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রী পরিবর্তিত মনোগ্রাম বা লোগো ব্যবহারের জন্য প্রস্তুত করতে অনুরোধ জানানো হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই এটি যথাযথভাবে ব্যবহার করতে হবে বলে চিঠিতে জানানো হয়। গতকাল পুলিশের লোগো পরিবর্তনের চিঠি পুলিশের সব ইউনিটে পাঠানো হয়।

উল্লেখ্য, এর আগেও ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি পুলিশের মনোগ্রাম পরিবর্তন করে  প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২০০৯ সালে পাল বাঁধা নৌকার দুই পাশে গম ও ধানের শিষের মালা লোগোটি আনা হয়। এই লোগোতে পালের ওপরে একটি শাপলা ফুলের ছবি আছে। আর নৌকার নিচে বাংলায় পুলিশ লেখা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url