জুয়ার উৎস বিবেচনায় আফগানিস্তানে দাবা খেলা স্থগিত করেছে তালেবান সরকার
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আফগানিস্তানে জুয়ার উৎস হিসেবে দাবী করা দাবা খেলার উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান কর্তৃপক্ষ, যা সরকারের নৈতিকতা আইনের অধীনে অবৈধ বলে বিবেচিত।
![]() |
| আফগানিস্তানে দাবা খেলা স্থগিত করেছে তালেবান সরকার |
রবিবার (১১ ই মে) নাম প্রকাশে অনিচ্ছুক তালেবান সরকারের ক্রীড়া মন্ত্রনালয়ের একজন ক্রীড়া কর্মকর্তা জানিয়েছেন, ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে তালেবান সরকার ধারাবাহিকভাবে এমন আইন ও বিধিমালা আরোপ করেছে যা ইসলামী আইনের প্রতি তাদের কঠোর দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে।
এ নিয়ে এক সাক্ষাতকারে ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র আতাল মাশওয়ানি ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, "শরিয়া (ইসলামী আইন) অনুসারে দাবা হলো জুয়ার একটি মাধ্যম হিসেবে বিবেচিত হয়," যা গত বছর ঘোষিত পুণ্য প্রচার ও পাপ প্রতিরোধ আইন অনুসারে নিষিদ্ধ করা হয়েছে।
তিনি আরো বলেন, দাবা খেলার ব্যাপারে ধর্মীয় বিবেচনা ও বিধান রয়েছে, এই বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত, আফগানিস্তানে দাবা খেলা স্থগিত থাকবে"।
জনাব মাশওয়ানি জানান, "জাতীয় দাবা ফেডারেশন প্রায় দুই বছর ধরে কোনও আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করেনি এবং তাদের নেতৃত্বের স্তরে কিছু সমস্যা ছিল"।
কাবুলে একটি ক্যাফের মালিক জনাব আজিজুল্লাহ গুলজাদা'র সাথে এএফপির এ বিষয়ে কথা হলে তিনি বলেন, সেখানে সাম্প্রতিক বছরগুলিতে অনানুষ্ঠানিকভাবে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, তবে তিনি কোনও জুয়া খেলার কথা অস্বীকার করেছেন এবং উল্লেখ করেছেন যে অন্যান্য মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশে দাবা খেলা হয়। অন্যান্য অনেক ইসলামিক দেশের আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় রয়েছে।
তিনি এএফপিকে আরো বলেন, তিনি স্থগিতাদেশের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এতে তার ব্যবসা এবং যারা এ খেলা উপভোগ করতেন তাদের ক্ষতি হবে।
তিনি এএফপিকে বলেন, "আজকাল তরুণদের খুব বেশি কাজ নেই, তাই প্রতিদিন অনেকেই এখানে আসেন, তারা এক কাপ চা খাবে এবং তাদের বন্ধুদের দাবা খেলার জন্য চ্যালেঞ্জ জানাবে।"
সাম্প্রতিক বছরগুলিতে আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষ অন্যান্য খেলাধুলার উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং দেশটিতে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে।
গত বছর, তালেবান কর্তৃপক্ষ পেশাদার প্রতিযোগিতায় মিশ্র মার্শাল আর্ট (এমএমএ) এর মতো মুক্ত লড়াই নিষিদ্ধ করে, নিষিদ্ধের কারণ হিসেবে বলে যে, এটি অত্যন্ত "হিংসাত্মক" এবং "শরিয়া আইনের ক্ষেত্রে সাংঘর্ষিক"।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।
লিংক: https://www.thedailystar.net/news/asia/news/taliban-govt-suspends-chess-afghanistan-3892541