সিলেট সীমান্তের ওপারে ভারতের অংশে রাত্রিকালীন কারফিউ জারি

সিলেট সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জয়ন্তিয়া হিলসে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। মেঘালয়ের জেলা ম্যাজিস্ট্রেটের সই করা এক আদেশে এই কারফিউ জারি হয়। প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আদেশে বলা হয়।

| সিলেট সীমান্তের ভারত অংশে রাত্রিকালীন কারফিউ জারি

গত শুক্রবার রাতে কারফিউ জারির তথ্য নিশ্চিত করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে গোয়াইনঘাট সীমান্তে ওরা এটি করেছে। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। ওখানকার ডিএম (জেলা ম্যাজিস্ট্রেট) বিষয়টি জানিয়েছেন। রাতে সীমান্তে আমাদের কোনো কাজই নেই।

এদিকে, জেলা প্রশাসক জানান, বিজিবি সীমান্তে সতর্ক অবস্থায় আছে। সীমান্তবর্তী উপজেলাগুলোর ইউএনওদের অবৈধ অতিক্রম না করতে সচেতনতামূলক প্রচারণাসহ আইনানুগ কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলা ম্যাজিস্ট্রেট শ্রী শিবাংশ আরস্থির সই করা আদেশে বলা হয়, পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার আন্তর্জাতিক সীমান্ত এখনো সম্পূর্ণভাবে বেড়া দিয়ে ঘেরা নয়। এ কারণে এই অঞ্চলে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা থেকে ৫০০ মিটার এলাকাজুড়ে এই কারফিউ থাকবে।

আদেশে আরো উল্লেখ করা হয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউয়ের আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। এদিকে মেঘালয় সরকারের সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম 'শিলং টাইমস' এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url