বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার স্বত্ব কিনলো না কেউ, এ দায় কার!

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সরাসরি সম্প্রচার স্বত্ব কোন সম্প্রচার প্রতিষ্ঠান না কেনার জন্য বিসিবির মার্কেটিং বিভাগকে দায়ী করেছেন সাবেক জাতীয় দলের ক্রিকেটাররা। তবে সম্প্রচার স্বত্ব না পাওয়ার কারণ হিসেবে বিসিবি সভাপতি ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ফারুক আহমেদ দায়ী করেছেন বৈশ্বিক অর্থনৈতিক মন্দাকে।

আসন্ন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার স্বত্ব কিনে নি কোন প্রতিষ্ঠান

ক্রিকেট অন্যতম দামি পণ্য দেশের বিজ্ঞাপন বাজারে। ক্রিকেট জড়িয়ে থাকে এদেশের কোটি মানুষের আবেগ জুড়ে । বিজ্ঞাপন চাহিদা আর দর্শকপ্রিয়তা মিলিয়ে ধনীদের তালিকায় শীর্ষে থাকে ক্রিকেট বোর্ড।ক্রিকেটারদের সহজেই এখানে তারকাখ্যাতি মেলে।

যেকোনো দ্বিপাক্ষিক সিরিজ কিংবা টুর্নামেন্ট আয়োজন হলে চোখে পড়ার মতন দেখা যেত সমর্থকদের উচ্ছ্বাস। এখানে বিনিয়োগ করতে বিজ্ঞাপনী সংস্থাগুলোও মুখিয়ে থাকতো সবসময়। অথচ এই ক্রিকেট তার বাজার হারাতে বসেছে। তার জ্বলন্ত উদাহরণ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ।

এখন পর্যন্ত কেউই টেস্ট সিরিজটি সম্প্রচারে আগ্রহ দেখায়নি। অনেকটা বাধ্য হয়েই সেই ক্রিকেট ফিরছে পুরোনো যুগের বিটিভিতেই। 

এমন পরিণতির জন্য আসলে কে দায়ী? মাঠে ক্রিকেটারদের ক্রমাগত ব্যর্থতা নাকি বিসিবির প্রশাসনিক দুর্বলতা? এমন প্রশ্নে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ব্যাটার জাভেদ ওমর বেলিম বলেন, 'মাঠের বাইরেও অনেক কাজ থাকে। খেলোয়াড়রা মাঠে খেলে আর মার্কেটিংয়ের দায়িত্বে যারা আছেন, তাদেরকে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হয়। এখন এটা একটা চিন্তার বিষয়।'

খোদ বোর্ড সভাপতিই বিসিবির মার্কেটিং বিভাগের শীর্ষ কর্মকর্তা। জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি না করতে পারার ব্যাখ্যা কি আছে তার কাছে? 

এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, 'আন্তর্জাতিক এবং ঘরোয়া সব জায়গাতেই বর্তমান সময়ে মন্দা চলছে। এটা তো স্পন্সর সম্পর্কিত। এজন্য আমাদের একটু সময় খারাপ যাচ্ছে। তাছাড়া রাজনৈতিক পটপরিবর্তনের পর সবকিছুর জন্য আমাদের কিছুটা সময় লাগছে।'

সিরিজ বাই সিরিজ চুক্তিতে না গিয়ে দীর্ঘমেয়াদে চুক্তির পথে হাঁটতে চায় বিসিবি, এমনটাই দাবী বোর্ড সভাপতির

বিসিবি সভাপতি আরো বলেন, 'আগামী আড়াই বছরের জন্য আমাদের একটা মিডিয়া সত্ত্ব বিক্রির ব্যাপার রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার জন্য টেন্ডার ডকুমেন্টস তৈরি করে ফেলেছি আমরা।'

ঘরের মাঠে আয়োজিত সিরিজে সম্প্রচার স্বত্ব না পাওয়া দেশের ক্রিকেটের জন্য অশনিসংকেত, যতই ব্যাখ্যা কিংবা অজুহাত দাঁড় করানো হোক না কেন। এখনই খুঁজতে হবে বোর্ডকে এখান থেকে উত্তরণের পথ। অন্যথায় কি হতে পারে তার পরিণতি এমনও উদাহরণ আছে চোখের সামনেই, প্রতিপক্ষ এই জিম্বাবুয়ের টেস্ট সিরিজের।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url