ইউটিউবে বাংলাদেশি ৪ টেলিভিশন চ্যানেল নিষিদ্ধ করলো ভারত

ভারত সরকারের অনুরোধের প্রেক্ষিতে অন্তত চারটি বাংলাদেশি টেলিভিশন চ্যানেল ইউটিউবে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের ফ্যাক্টচেকিং সংস্থা ডিসমিসল্যাব এ তথ্য জানিয়েছে। চ্যানেলগুলো হচ্ছে যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভি।

ভারত থেকে দেখা যাবে না বাংলাদেশি চার টিভি চ্যানেল

বিবিসি জানিয়েছে, এই চারটি টিভি চ্যানেল ভারত থেকে ইউটিউবে দেখা যাচ্ছে না। অন্য আরও বেশ কিছু চ্যানেল দেখা গেলেও বাংলাদেশি এই চারটি টিভি চ্যানেল দেখা যাচ্ছে না। এর কারণ হিসেবে ইউটিউব বলছে, সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তার স্বার্থে ও জনশৃঙ্খলা হুমকির মুখে পরতে পারে এই আশংকায় চ্যানেলগুলো ভারত থেকে আর দেখা যাবে না।

ভিপিএনের মাধ্যমে ৩৮ টি টিভি চ্যানেল চেক করে এই চারটি বন্ধ পেয়েছে দেশীয় ফ্যাক্টচেকিং সংস্থা ডিসমিসল্যাব। তাদেরকে যমুনা টেলিভিশন নিশ্চিত করেছে যে তাদেরকে ইউটিউবের পক্ষ থেকে আঞ্চলিক নিষেধাজ্ঞার বিষয়ে একটি অফিশিয়াল নোটিশ দেওয়া হয়েছে।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার সে দেশের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী যদি কোনও তথ্য জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করে তাহলে তা ব্লক করার আদেশ দেয়ার ক্ষমতা রয়েছে ইউটিউবের।

এর আগে মাইক্রো ব্লগিং সাইট এক্স (সাবেক টুইটার) জানিয়েছে, উস্কানিমূলক ও বিদ্বেষ ছড়ায় এমন ৮০০০ ব্যবহারীর একাউন্ট ভারতে ব্লক করা হয়েছে। 

সূত্র: বিবিসি।

Next Post Previous Post
📢 আপনার ব্র্যান্ড/প্রতিষ্ঠানের কথা জানুক হাজারো অনলাইন পাঠক আজই বিজ্ঞাপন দিন 🛍️
DMCA.com Protection Status