গৌতম বুদ্ধের নীতি অনুসারে দেশকে গড়ে তুলতে চান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

দেশের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে গৌতম বুদ্ধের নীতি অনুসারে দেশকে গড়ে তুলতে চান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

গৌতম বুদ্ধের নীতি অনুসারে দেশকে গড়ে তুলতে চান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যা যা করা দরকার, সেনাবাহিনী সব করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান।

রোববার (১৩ এপ্রিল) রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

সেনাপ্রধান বলেন, আজকের এই অনুষ্ঠান সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ আজকের অনুষ্ঠান। এখানে সম্প্রীতির সমাবেশ ঘটেছে। আমরা বুদ্ধের নীতি অনুসারে দেশকে গড়ে তুলতে চাই। সেই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, যৌবনের বেশী সময় পার্বত্য চট্টগ্রামে কাটিয়েছি। বিভিন্ন মত থাকলেও একে অপরকে শ্রদ্ধার মনোভাব থাকতে হবে। এ সময় পার্বত্য চট্টগ্রামে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

Next Post Previous Post
📢 আপনার ব্র্যান্ড/প্রতিষ্ঠানের কথা জানুক হাজারো অনলাইন পাঠক আজই বিজ্ঞাপন দিন 🛍️