সরকারি ফার্মেসী চালু হচ্ছে সারাদেশে, ২৫০ টি ঔষধ কেনা যাবে স্বল্প মূল্যে

প্রথমবারের মতো সারাদেশে চালু হচ্ছে সরকারি ঔষধালয়। স্বল্প মূল্যে বহুল ব্যবহৃত ২৫০ টি ঔষধ কেনা যাবে ৩ ভাগের ১ ভাগ দামে। ওষুধের গুণগত মান হবে সর্বোচ্চ। শুরুতে সব সরকারি হাসপাতালে চত্বরেই বসবে এই ফার্মেসি।

সারাদেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসী : স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্যবিভাগের বরাতে জানা গেছে, কম টাকায় সাধারণ মানুষের জন্য ওষুধ নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে ড. মুহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বিশেষ সহকারী জনাব অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, দেশে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মত দীর্ঘ মেয়াদী নানা রোগে আক্রান্ত কয়েক কোটি মানুষ। একজন রোগীর গড় চিকিৎসা ব্যায়ের ৬৪ ভাগই খরচ হয় ওষুধ কেনার পেছনে।

ফলে ওষুধ কিনতে গিয়েই প্রতিবছর টানাপোড়েনের শিকার হন অনেক রোগী।

এসব রোগীর কথা চিন্তা করেই এবার ৩ ভাগের ১ ভাগ দামে ওষুধ বিক্রির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্যবিভাগ। সরকারি ফার্মেসিতে মিলবে ২৫০ ধরনের ওষুধ। তা দিয়েই ৮৫%ভাগ রোগীর চিকিৎসা করা সম্ভব।

তবে সরকারি ফার্মেসি সুষ্ঠুভাবে কার্যকর করতে ওষুধ চুরি ঠেকানোর চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবিলা করতে ডিজিটাল ব্যবস্থাপনা চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি। ডা. সায়েদুর রহমান বলেন, প্রতি বছর সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইডিসিএল প্রায় ১৩০০ কোটি টাকার ওষুধ কিনে থাকে এবং এখন থেকে বাজেট বাড়িয়ে আরও বেশি পরিমাণে ওষুধ কেনা হবে। সরকারের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে যাতে প্রয়োজনীয় ওষুধ সময়মতো সরবরাহ করা যায়, তা নিশ্চিত করা হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url