বিএনপি ক্ষমতায় গেলে বেকারদের জন্য ভাতার ব্যবস্থা করবে: তারেক রহমান
দেশের বেকারদের জন্য ভাতা প্রদানের উদ্যোগ নেবে ক্ষমতায় গেলে বিএনপি, তবে হতে হবে সুশিক্ষিত বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
![]() |
বিএনপি ক্ষমতায় গেলে বেকারদের ভাতা দেওয়া হবে, বললেন তারেক রহমান |
এছাড়াও, কৃষকদের জন্য আলাদা ব্যবস্থা এবং কৃষিকে আধুনিকায়ন করা হবে।
বুধবার বিকেলে (২৩শে এপ্রিল), রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবী বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
তারেক রহমান বলেন, বিএনপি উদ্যোক্তা তৈরির জন্য যুবকদের পাশে থাকবে এবং বিদেশে রপ্তানি করা হবে উদ্যোক্তাদের পণ্য। এর ফলে দেশের চাহিদা যেমন মিটবে তেমনি আর্ন্তজাতিকভাবেও বাংলাদেশ সুনাম অর্জন করবে।
৫০০ জন বিভিন্ন পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন বিএনপির এ কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে কর্মশালায়। এর আগে সকালে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হিরা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও সাইফ মাহমুদ জুয়েল উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।