শুধুমাত্র সৌজন্যমূলক বার্তার উত্তর দিতেই চ্যাটজিপিটির খরচ হচ্ছে কয়েক কোটি ডলার!

"প্লিজ", "থ্যাঙ্ক ইউ" "ওয়েলকাম" —এই ছোট ছোট ভদ্রতামূলক বাক্যগুলো এখন লাখ লাখ ডলারের খরচ বাড়াচ্ছে! শুনতে অবাক লাগলেও, কথাটা মজার হলেও একদমই সত্যি।

শুধু সৌজন্যমূলক বার্তার উত্তর দিতেই চ্যাটজিপিটির খরচ হয়ে যাচ্ছে কয়েক কোটি ডলার

চ্যাটজিপিটি যখন আপনার মিষ্টি কথার জবাব দেয়, তখন তা তৈরি করতে ব্যবহার হয় দানবীয় কম্পিউটার আর প্রচুর বিদ্যুৎ।

টিআরটি ওয়ার্ল্ডের খবরে জানা যায়, সম্প্রতি ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান বলেন, শুধু সৌজন্যমূলক বার্তার উত্তর দিতেই চ্যাটজিপিটির খরচ হয়ে যাচ্ছে কয়েক কোটি ডলার! যদিও তিনি কথাটা ঠাট্টার ছলেই বলেছেন, তবে এর পেছনের বাস্তবতা চমকে দেওয়ার মতো। কারণ, প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করতে জিপিটি-৪ গুগলের সাধারণ সার্চের চেয়ে প্রায় ১০ গুণ বেশি বিদ্যুৎ খরচ করে।

এআই সিস্টেম চালাতে লাগে ডেটা সেন্টার, আর সেগুলো শুধু বিদ্যুৎই নয়, পানি খরচ করেও ঠান্ডা রাখা হয়। গবেষণা বলছে, জিপিটি-৪ দিয়ে ১০০ শব্দের একটি উত্তর তৈরি করতে লাগে প্রায় তিন বোতল পানি! এমনকি ছোট্ট একটা "ইউ আর ওয়েলকাম" বলতেও খরচ হয় প্রচুর পানি!

ভদ্রতা ভালো, কিন্তু প্রযুক্তির দুনিয়ায় সেটা একেবারেই বিনামূল্যে নয়। কাজেই যতটা দরকার, ততটাই বলুন—কারণ ডিজিটাল সৌজন্যও এখন খরচের খাতায় পড়ে গেছে!

তথ্য সূত্র: 

লিংক: Saying ‘Thank you’ to ChatGPT burns through millions: CEO Sam Altman

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url