সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিবাদ প্রচারের দায়ে ইতালিতে ২ বাংলাদেশী গ্রেফতার

ইতালিতে ২ বাংলাদেশি যুবককে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসবাদ প্রচারের অভিযোগে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর পালেরমোতে আটক করেছে সে দেশের স্থানীয় পুলিশ।

| জঙ্গিবাদের অভিযোগে ২ বাংলাদেশীকে গ্রেফতার করেছে ইতালির পুলিশ
আদালতের নির্দেশে তাদের গৃহবন্দি রাখা হয়েছে এবং শরীরে ইলেকট্রনিক গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ট্র্যাকার পরানো হয়েছে। এ খবর নিশ্চিত করেছে ইতালির বার্তা সংস্থা এএনএসএ।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, আটককৃত দুই যুবকের নাম হিমেল আহমেদ (২১) ও মুন্না তফাদার (১৮)। তবে ইতালির আইন অনুযায়ী আদালতের আদেশ না পাওয়া পর্যন্ত তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ইতালির পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে জিহাদের ডাক দেওয়ার অভিযোগে গত শুক্রবার তাদের আটক করা হয়। ইতালির ভাইস প্রেসিডেন্ট ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, এই দেশে কোনো সন্ত্রাসীর জায়গা নেই। যত দ্রুত সম্ভব আদালতের আদেশ অনুযায়ী তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url