বাউল শিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগম গ্রেফতার
"ফাইট্যা যায় বুকটা ফাইট্যা যায়" গান গেয়ে সারাদেশে পরিচিতি পাওয়া বাউল সংগীতশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগমকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে।
| বাউল শিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগম গ্রেফতার
সোমবার (১২ মে) রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডিতে জনপ্রিয় রেস্তোরাঁ স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতারী পরওয়ানা দেখিয়ে আটক করা হয়।
ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মমতাজ বেগম বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে মনোনীত হন। এরপর ২০১৪ সালে মানিকগঞ্জ-২ আসনে ভোট কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন।