কার্টুন নেটওয়ার্কে পরিনত হয়েছে ভারতীয় গণমাধ্যম, বললেন শহীদ আফ্রিদি
ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি চলমান হামলার মধ্যে ভারতীয় গণমাধ্যমের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের গণমাধ্যম বিশ্বাসযোগ্য সংবাদকক্ষ না হয়ে কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে।
![]() |
| কার্টুন নেটওয়ার্কে পরিনত হয়েছে ভারতীয় গণমাধ্যম |
শুক্রবার (৯ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পাকিস্তানের সাবেক অধিনায়কের মন্তব্যটি এসেছে এমন সময়ে, যখন একই দিনে ভারত ও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল ও পিএসএল সাময়িক বন্ধ হয়ে গেছে।
এক্স পোস্টে তিনি লিখেছেন, 'খেলাধুলা সীমান্ত, ধর্ম এবং রাজনৈতিক মতাদর্শের মানুষকে একত্রিত করে। আজ সেই খেলাই আক্রমণের সম্মুখীন। পিএসএল দুবাইয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে এবং ভারতীয় ড্রোন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরে আঘাত করছে। ক্রিকেট একসময় আমাদের একত্রিত করেছে। এখন আমাদের ক্রসফায়ারে বিদ্ধ করছে।'
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত ৬ মে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এক দিন পর পাকিস্তানের বিভিন্ন স্থানে ড্রোন হামলার ঘটনাও ঘটে। এর মধ্যে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কমপ্লেক্সে ড্রোনের আঘাতে একটি ভবন ক্ষতিগ্রস্তের ঘটনায় পিএসএলের খেলা বাতিল করতে হয় পিসিবিকে।
এর মধ্যেই গতকাল রাতে ধর্মশালায় আইপিএলের পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ নিরাপত্তার কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। ওই সময়ে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে হামলা করেছে বলে জানায় ভারত। এরপর ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই জানায়, আইপিএলের চলমান আসর এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।