৬০ টন পণ্য নিয়ে প্রথমবারের মতো সিলেট থেকে স্পেন গেল কার্গো ফ্লাইট

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো কার্গো ফ্লাইট চলাচল শুরু হয়েছে। ২৭ এপ্রিল, (রোববার) রাত ৮টা ৫ মিনিটে স্পেনের উদ্দেশে পণ্যসামগ্রী নিয়ে মেক্সিকান কার্গো এয়ারলাইন মাস এয়ার এবং গ্যালিস্টেয়ারের যৌথ মালিকানার একটি এয়ারবাস অসীম আকাশে উড্ডয়ন করেবিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা হবে সেখান থেকে।

প্রথমবারের মতো ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে স্পেন গেল কার্গো ফ্লাইট

ঢাকার পর সিলেট থেকে কার্গো ফ্লাইট শুরু হওয়ায় খুশি রপ্তানিকারক ও সিলেটের ব্যবসায়ীরা। প্রথম ফ্লাইটে রপ্তানি হওয়া পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন কোম্পানির গার্মেন্টস সামগ্রী।

ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় রপ্তানি যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য প্রথম উদ্যোগ হিসেবে এই কার্গো সেবা চালু হচ্ছে।

আজ রোববার সরকারের বাণিজ্য এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আনুষ্ঠানিকভাবে এই ফ্লাইট উদ্বোধন করবেন। এদিন সন্ধ্যা ৭টায় ৬০ টন গার্মেন্ট পণ্য নিয়ে স্পেনের উদ্দেশে উড়াল দেবে একটি কার্গো ফ্লাইট।

এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান ও পর্যটনের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া এবং মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, কার্গো ফ্লাইটটি চালুর ক্ষেত্রে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২৬ কোটি টাকা ব্যয়ে কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল আগে থেকেই প্রস্তুত করা হয়েছে।

Next Post Previous Post
📢 আপনার ব্র্যান্ড/প্রতিষ্ঠানের কথা জানুক হাজারো অনলাইন পাঠক আজই বিজ্ঞাপন দিন 🛍️
DMCA.com Protection Status