ঘরে ডাকাত ঢুকায় আতঙ্কিত হয়ে অসুস্থ হন বাড়ির মালিক, পানি পান করিয়ে ঠান্ডা মাথায় ঘর লুট করে ডাকাতরা

পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি বাড়িতে একসঙ্গে দুই ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ডাকাতরা স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

পটুয়াখালীতে আতঙ্কিত হয়ে অসুস্থ হলে বাড়ির মালিককে পানি পান করিয়ে ঘর লুট করে ডাকাতরা

গৃহকর্তা সোবাহান হাওলাদার (৬০) ডাকাতদের দেখে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। ডাকাতরা তাকে পানি পান করিয়ে কিছুটা সুস্থ করলেও লুটপাট চালিয়ে যায়। সোবাহান বলেন, “আমার পাকা দালানের দরজার সিটকিনি ভেঙে ঘরে ঢুকে ডাকাত দল। তারা নিজেদের ডাকাত পরিচয় দিলে আমি ভয়ে অসুস্থ হয়ে পড়ি। এ সময় ডাকাতেরা আমাকে পানি খেতে দেয়। পরে একাধিক আলমারি ভেঙে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, ১০ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে চলে যায়।”

ডাকাতরা একই বাড়ির সোবাহান হাওলাদারের ভাতিজা জহিরুল ইসলামের ঘরও ভেঙে ১৮ হাজার টাকা ও আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার এই ঘটনা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীরা অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"

তথ্যসূত্র: ঢাকা ট্রিবিউন, ২৯ এপ্রিল ২০২৫ইং

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url