'খালেদা জিয়ার চরিত্র হননে বাড়িতে মদের বোতল রাখে গোয়েন্দা সংস্থা'
শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। তার চেয়েও ন্যক্কারজনক ঘটনা হচ্ছে তার চরিত্র হননের জন্য গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তার বাড়িতে মদের বোতল রেখে একদল সাংবাদিককে সেখানে নিয়ে ছবি তুলিয়ে গণমাধ্যমে প্রচার করে।
![]() |
'খালেদা জিয়ার চরিত্র হননে বাড়িতে মদের বোতল রাখে গোয়েন্দা সংস্থা' |
'ফ্যাসিবাদের ১৫ বছর গণমাধ্যমের বাস্তবতা' শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা জানানো হয়। অনুষ্ঠানে এ বিষয়ে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. আল মামুন। তিনি শিকারি সাংবাদিকতা বিষয়ক বইয়ে ফ্যাসিবাদী আমলের বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন। বইটি পিআইবি থেকে প্রকাশিত হচ্ছে। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
সভায় বলা হয়, শুধু গোয়েন্দা সংস্থাই নয়, আইএসপিআর সেদিন যে সাংবাদিক দলটিকে খালেদা জিয়ার বাড়ির ভেতর নিয়ে যায়, সেই সাংবাদিকদের মধ্যেও দুজন সাংবাদিক সঙ্গে 'বিয়ারের ক্যান' ও 'পর্নো পত্রিকা' নিয়ে ওই বাড়িতে রাখেন। এগুলো ক্যামেরায় ছবি তুলে সেই ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও প্রকাশ করা হয়।
সভায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আজ দেখলাম দীপ্ত টিভির নিউজ বন্ধ। সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। এটি দীপ্ত টিভি কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।
তথ্য উপদেষ্টা বলেন, 'মন্ত্রিত্বের ছয় মাসে কাউকে আমরা কল দিইনি। দীপ্ত টিভির সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এবং সংবাদ বিভাগ বন্ধ করা হয়েছে। এখন মানুষ ভাববে- এটা সরকার করেছে।'
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, 'আমি গত বছরের জানুয়ারিতে একটি টিভি চ্যানেলে চাকরির জন্য গিয়েছিলাম। আমাকে ১৩ হাজার টাকা বেতন দেওয়া হবে বলে প্রস্তাব করা হয়েছিল। এই টাকায় ঢাকা শহরে একজন মানুষ চলবে কীভাবে, পরিবারকে কী দেবে।'
সভায় তিনি আরো জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট তারা পর্যালোচনা করছেন। সাংবাদিকতার সুরক্ষা আইন ও সাংবাদিকদের ন্যূনতম বেতনসহ আশুকরণীয় সুপারিশগুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, অধ্যাপক ড. গীতি আরা নাসরিন, বাংলাভিশন প্রধান ড. আবদুল হাই সিদ্দিক, নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাসসের এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোরশেদসহ জ্যেষ্ঠ সাংবাদিক ও একাডেমিক ব্যক্তিত্বরা বক্তব্য দেন।
তথ্যসূত্র: দৈনিক আমারদেশ, ৩০/০৪/২৫ইং